ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. আন্তর্জাতিক
  2. ইউনিয়ন
  3. ইতিহাস -ঐতিহ্য
  4. খেলাধুলা
  5. গণমাধ্যম
  6. চনপাড়া
  7. জাতীয়
  8. নারায়ণগঞ্জ
  9. পৌরসভা
  10. ফিচার
  11. বিনোদন
  12. বিশেষ প্রতিবেদন
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

জয়নাল আবেদীন জয়
অক্টোবর ৯, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাই করার সময় দুই গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায়

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার

করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার তারাবো পৌরসভার দিঘী বরাবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রবিবার রাতে উপজেলার যাত্রামুড়া এলাকার প্যাসিফিক স্পিনিং মিলের শ্রমিক মোস্তাকিন ও সাজু কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দিঘী বরাবো স্লুইস গেইট এলাকায় ওৎ পেতে থাকা কিশোর গ্যাংয়ের ২০/২৫ জন সদস্য ছিনতাইয়ের উদ্দেশ্যে তাদের গতিরোধ করে। এসময় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে দুই শ্রমিককে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় আহত শ্রমিক মোস্তাকিনের পিতা মোহাম্মদ ইসলাম বাদী হয়ে ১৮ জন নামীয় সহ আরো অজ্ঞাতনামা ৭ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে সোমবার দিঘীবরাবো এলাকায় অভিযান চালিয়ে ৩ টি সুইস গিয়ারসহ কিশোর গ্যাংয়ের সদস্য রূপগঞ্জের নোয়াপাড়া এলাকার লাল মিয়ার ছেলে মাহবুব হোসেন(১৭), বরাবো এলাকার মতিনের ছেলে উজ্জল(১৮), চনপাড়া বস্তির জুয়েলের ছেলে শ্রাবন(১৭),  বরাবো এলাকার সুজনের ছেলে ইয়াছিন(১৬), আবু তাহেরের ছেলে রিয়ান(১৫), ও দুলালের ছেলে শাওন(১৭) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরার এলাকায় বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকান্ড করে আসছিল বলে জানান ওসি। পরে বিকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

এই সাইটে নিজস্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।