শ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুক্তবাংলা এলাকায় অবৈধভাবে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। আজ সোমবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের মুক্তবাংলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাইনবাড়ি গ্রামের আইয়ূব শেখ (৫০), বাগেরহাট উপজেলার রামপাল উপজেলার মো. ইমরান শেখ (২৮) ও খুলনা বটিয়াঘাটা উপজেলার বাইতলা গ্রামের আজিজুল খান (৫৫)।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ফরেস্টার সুলতান আহমেদ জানান, তাঁরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন সুন্দরবনের ৫১/এ নম্বর কম্পার্টমেন্টের মুক্তবাংলা এলাকায় কয়েকজন জেলে বিষ প্রয়োগ করে মাছ ধরছেন। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিষের বোতল ও জাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।